আগামী ২৮ অক্টোবর তারিখে বঙ্গবন্ধু টানেলের সম্ভাব্য উদ্বোধনকে ঘিরে বঙ্গবন্ধু টানেলের নামে শেয়ার করা হচ্ছে একটি টানেলের ছবি। ছবিটি মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমও কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত সড়ক সুড়ঙ্গ বঙ্গবন্ধুর জানিয়েই প্রতিবেদন প্রকাশিত করেছে। ভাইরাল এই ছবির সত্যতা যাচাই নিয়েই আজকের এই প্রতিবেদন। ছবিটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,’ ২৮ শে অক্টোবর চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে প্রথমবারের মতো উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। বসনিয়ার একটি টানেলের ছবিকে বঙ্গবন্ধু টানেলের দাবিতে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

প্রসঙ্গত, বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেল নামেও পরিচিত। এই টানেলটি কর্ণফুলী নদীর নিচে অবস্থিত নির্মাণাধীন সড়ক সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার। এই সুড়ঙ্গটিই হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ। ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তথ্য যাচাইঃ

গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে schreder নামের একটি ওয়েবসাইটে হুবহু এই ছবির উল্লেখ পাই। এই প্রতিবেদন অনুযায়ী, ছবির এই টানেলটি মার্চ ১ টানেল যা বসনিয়ার দুটি অর্থনৈতিক কেন্দ্র সারাজেভো এবং জেনিকাকে সংযুক্ত করতে এবং উত্তরে ক্রোয়েশিয়া থেকে দক্ষিণে অ্যাড্রিয়াটিক উপকূলে চলমান একটি ইউরোপীয় ট্রাফিক করিডোর তৈরি করার জন্য নির্মিত হয়েছিল। ২০১৪ সালে উদ্বোধন করা এই ৩ কিমি দীর্ঘ টানেলটির নামকরণ করা হয়েছে বসনিয়ার স্বাধীনতা গণভোটের তারিখ অনুসারে।

২০১৭ সালের ২৭ আগস্ট তারিখের বসনিয়ার এক সংবাদ প্রতিবেদনেও ভাইরাল এই ছবির উল্লেখ পাই। প্রতিবেদনটি ছিল বসনিয়ার এই টানেলের মধ্যে দিয়ে গাড়ি চালকদের অভারস্পীডে গাড়ি চালানো নিয়ে। এখানেও টানেলটিকে মার্চ ১ টানেলর এ-১ হাইওয়ে বলে চিহ্নিত করা হয়েছে।

২০২১ সালে ইউটিউবে আপলোড করা মার্চ ১ টানেলের একটি ভিডিও যার সাথে ভাইরাল এই ছবির অন্তরসজ্জার অনেক মিলও পাওয়া যায়।

অন্য একটি ভিডিওতেই অনেকটা একই রকমের গঠন লক্ষ্য করা যায়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বসনিয়ার একটি টানেলের ছবিকে বঙ্গবন্ধু টানেলের দাবিতে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বঙ্গবন্ধু টানেলের নামে ছড়ালো বসনিয়ার এক টানেলের ছবি

Written By: Nasim Akhtar

Result: False