
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বরফে ঢাকা ক্রিকেট স্টেডিয়ামের একটি ছবি শেয়ার করে সেটিকে ইংল্যান্ডের দ্য ওভাল ক্রিকেট স্টেডিয়ামের সাম্প্রতিক ছবি দাবিতে শেয়ার করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ইংল্যান্ডের দ্য ওভালের স্টেডিয়ামের বর্তমান অবস্থা।।💝🏜️🏜️🏟️🏟️🏟️🏟️🏟️🏖️🏜️🏝️🏞️।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ২০২১ সালের ডিসেম্বর মাসে বরফে ঢাকা দ্য ওভাল স্টেডিয়ামের ছবিকে বর্তমানের দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।


তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভারতীয় সংবাদমাধ্যম ’দ্য মিন্ট’-এর ১২ ডিসেম্বর,২০২২, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, সেই বছর ক্রিসমাসের কিছু দিন আগে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামটি বরফের চাদরে ঢেকে গিয়েছিল।

ইংল্যান্ডের সারে কাউন্টি ক্রিকেট ক্লাব যা কিয়া ওভাল ক্রিকেট স্টেডিয়ামেরও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, থেকেও এই ছবি সহ আরেকটি ছবিও টুইট করা মিলে। ১২ ডিসেম্বর,২০২২, তারিখে করা এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, “কিয়া ওভাল থেকে শুভ সকাল ☃️ আজ সকালে আমাদের বাড়িটি কত সুন্দর দেখাচ্ছে ?”
সংবাদসংস্থা থেকে শুরু করে বেশ কিছু ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরাও নিজেদের টুইটার হ্যান্ডেল থেকেও এই ছবি শেয়ার করে এটিকে ২০২২ সালে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে বরফ পড়ার ঘটনা বলে জানিয়েছেন।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়, বরফের চাদরে আবৃত ক্রিকেট স্টেডিয়ামটি ইংল্যান্ডের ওভাল স্টেডিয়াম কিন্তু ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
বর্তমানে কি তাহলে ওভাল স্টেডিয়ামে বরফ চাদরে ঢাকা পড়েছে ?
গুগল ম্যাপ্সের লাইভ ভিউ আমাদের নিশ্চিত করে যে, বর্তমানে ওভাল স্টেডিয়ামে বরফ পড়েনি।
ওভাল স্টেডিয়ামের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে স্টেডিয়ামের একটি সাম্প্রতিক ভিডিও টুইট করা হয়েছে। এই ভিডিওতেও স্টেডিয়ামে বরফ পড়ার কোন দৃশ্য দেখতে পাওয়া যায়না।
গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমেও কোন সংবাদ পত্রিকাতেও সাম্প্রতিক সময়ে ওভাল স্টেডিয়ামে বরফ পড়ার কথা উল্লেখ পাওয়া যায়না।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া ও ভিত্তিহীন। ২০২১ সালের ডিসেম্বর মাসে বরফে ঢাকা দ্য ওভাল স্টেডিয়ামের ছবিকে বর্তমানের দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:বরফের চাদরে আবৃত ইংল্যান্ডের ওভাল ক্রিকেট স্টেডিয়ামের ছবিটি বর্তমানের নয়
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context