সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক ক্রিকেট তারকা সাকিব আল হাসান-এর একটি ভিডিও খুব বেশি শেয়ার করা হচ্ছে। ভিডিওটিতে সাকিবকে ‘ELON’ নামের বেটিং সাইটের প্রচার করছে এবং জনগণকে ব্যাবহার করার জন্য আহ্বান জানাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”সবাই জিতেছে – আপনিও পারেন! আমরা ইতিমধ্যেই বাঙালিদের 10,000,000 ৳ প্রদান করেছি। খেলুন এবং ঝুঁকি ছাড়াই উপার্জন করুন আমরা 3 মিনিটের মধ্যে জয়ের অর্থ পরিশোধ করি।“

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে তৈরি করা।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটি ভালো মোড়ে পর্যবেক্ষণ করি। সাকিবের বিভিন্ন সাংবাদিক বৈঠকে তার কণ্ঠের আওয়াজ ও ভাইরাল এই ভিডিওতে কোন মিল নেই যা থেকেই সন্দেহের ধারনা হয়। তাছাড়াও, ভিডিওতে শূনতে পাওয়া কথা এবং সাকিব আল হাসানের ঠোঁটের অমিল রয়েছে। এককথায়, বলতে গেলে কয়েক জায়গায় সিনক্রেনাইজেশন ঠিক মত হচ্ছে না।

ভাইরাল এই ফেসবুক ভিডিওর আসল উৎস খুজেতে ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক ফিডে হুবহু একই রকমের পটভূমিযুক্ত একটি ভিডিও পাওয়া যায় যা ৮ জুন,২০২৩, তারিখে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে তিনি ‘নগদ’ নামের একটি প্লাটফর্মের প্রমোশন করছেন। ‘নগদ’ কোন বেটিং প্লাটফর্ম না। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদ।

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

অর্থাৎ, সাকিব আল হাসানের ভিডিওকে ডিজিটালি কারুকার্যের মাধ্যমে বেটিং অ্যাপ প্রমোশনের বলে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ

ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল ভিডিওটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। সাকিব আল হাসানের বেটিং প্লাটফর্ম প্রমোশনের ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা বা ডিপফেকড।

Avatar

Title:বেটিং প্লাটফর্মের প্রচার করছে সাকিব আল হাসান ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim A

Result: False