’বার্সেলোনা’ বনাম ’জিরোনা’ ম্যাচে বার্সেলোনার হয়ে মেসির গোল করার ভিডিও ভুয়া দাবির সাথে শেয়ার

False Sports

সম্প্রতি একটি ফুটবল ম্যাচের ক্লিপ ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচে দুটি গোল করেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। ভিডিওতে মেসিকে দুটি গোল করতেও দেখা যাচ্ছে।   

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়া। ইন্টার মিয়ামির হয়ে এখনও অবধি কোন ম্যাচ খেলেনি লিওনেল মেসি। ভিডিও ক্লিপটি ২০২১ সালের, তখন তিনি বার্সেলোনা দলের হয়ে খেলতেন। গোল দুটি তিনি স্পেনের ফুটবল ক্লাব ’জিরোনা’র বিরুদ্ধে করেছিলেন। 

https://www.facebook.com/reel/1236191010432918

আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

আমরা জানি যে, চলতি মাসের ৭ তারিখ লিওনেল মেসি জানিয়েছিলেন যে তিনি আমেরিকার ফুটবল লীগ (মেজর সকার লীগ)-এর দল ইন্টার মিয়ামিতে যোগদান করছেন। ৭ তারিখ থেকে আজ অবধি ইন্টার মিয়ামি মোট দুটি ম্যাচ খেলেছে। ৮ তারিখে খেলছিল ’বার্মিংহাম লিজিয়ন’ বিরুদ্ধে এবং ১১ জুন তারিখে খেলেছিল ’নিউ ইংল্যান্ডে’র বিরুদ্ধে। ইন্টার মিয়ামির সব খেলার ফলাফল পেতে চোখ রাখুন এখানে। 

৮ তারিখের ম্যাচে ’ইন্টার মিয়ামি’ মোট একটি গোল করে জয় লাভ করেছিল। সেদিনের খেলোয়াড় তালিকায় মেসির নাম অন্তর্ভুক্ত ছিল না। আর তাছাড়া, মেসি যদি দুটি গোল করে থাকতেন তাহলে দলের সর্বনিম্ন গোল সংখ্যা হত দুই কিন্তু তা হয়নি। 

১১ জুন তারিখের ম্যাচে ইন্টার মিয়ামি মোট একটি গোল দিয়েছিল এবং এই ম্যাচ তারা দুই গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। মেসি যদি দুটি গোল করে থাকতেন তাহলে দলের সর্বনিম্ন গোল সংখ্যা হত দুই কিন্তু তা স্কোরবোর্ডে দেখা যাচ্ছে না। তাছাড়াও, সেদিনের খেলোয়াড় তালিকায় মেসির নাম অন্তর্ভুক্ত ছিল না। 

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, মেসি এখনও ইন্টার মিয়ামির হয়ে কোন ম্যাচ খেলেনি। সুতরাং, পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। 

তাহলে ভাইরাল এই ভিডিওটির উৎস ?  

ভিডিও ক্লিপটি ’বার্সেলোনা’ বনাম ’জিরোনা’র ম্যাচের। এই ম্যাচটি ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে হয়েছিল। এই ম্যাচে বার্সেলোনা জিরোনাকে ৩ : ১ গোলে পরাজিত করেছিল। বার্সেলোনার তিনটি গোলের মধ্যে মেসি দুটি গোল করেছিল। সেই ম্যাচের হাইলাইট ভিডিওটি নীচে দেখুন। 

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, বার্সেলোনার হয়ে মেসির গোল করার ভিডিও ক্লিপ ’ইন্টার মিয়ামির’ হয়ে মেসির গোল করার ভিডিও দাবিতে ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ইন্টার মিয়ামির হয়ে এখনও অবধি কোন ম্যাচ খেলেনি লিওনেল মেসি। ভিডিও ক্লিপটি ২০২১ সালের, তখন তিনি বার্সেলোনা দলের হয়ে খেলতেন। গোল দুটি তিনি স্পেনের ফুটবল ক্লাব ’জিরোনা’র বিরুদ্ধে করেছিলেন। 

Avatar

Title:’বার্সেলোনা’ বনাম ’জিরোনা’ ম্যাচে বার্সেলোনার হয়ে মেসির গোল করার ভিডিও ভুয়া দাবির সাথে শেয়ার

Written By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *