রমজান মাসে বেপর্দা মহিলাকে বাসে উঠতে না দেওয়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

False Social

রহমতের মাস রমজান চলমান। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের লোকজন নিষ্ঠার সহিত পালন করছে এই মাসের রোজা সহ অন্যান্য আমলগুলো। এই রমজান মাসকে কেন্দ্র করে একটি ভিডিও বিশাল হারে শেয়ার করা হচ্ছে যেখানে এক মহিলাকে বাসে উঠতে বাঁধা দিচ্ছে বাস কন্ডাক্টার। সেই মহিলাকে তার বাসে যাত্রা করতে দেবে না কারন মহিলা বেপর্দা অবস্থায় রয়েছে এবং এই নিয়েই মহিলা যাত্রী ও বাস কন্ডাক্টারের মধ্যে চলছে বচসা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”respect, 🫡🫡 রমজান মাসে আমার গাড়িতে বেপর্দা মেয়ে নিবো না।“ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভিডিওর সাথে করা দাবিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। ভাইরাল এই ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড। মুসলিম রীতি মেনে পোশাকের বার্তা ছড়িয়ে দিতে একদল ব্যাক্তি অভিনয় করেছেন।   

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে লক্ষ্য করা যায় যে বাস কন্ডাক্টার ও মহিলার গলার কাছে মাইক লাগানো রয়েছে। যা থেকে ধারনা হয় যে ভিডিওটি স্ক্রিপ্টেড হতে পারে। 

ভাইরাল ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কিফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Ahsan Habib Towhid নামের এক ফেসবুক পেজে এই ভিডিওর ০৬:২৬ মিনিটের দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওতে ‘V’ ওয়াটারমার্কের একটি লোগো রয়েছে।  

আরও খুঁজাখুঁজির পর ‘Carton Show’ নামের একটি ফেসবুক পেজ যেখানে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণটি ১৪ মার্চ তারিখে পোস্ট করা হয়েছে। ভিডিওর শেষে দেখা যাচ্ছে মহিলা পর্দা করবে বলে সম্মত হয়েছে এবং মাথায় কাপড়ও দিয়েছেন। তাতে সবাই হাততালি দিয়ে আনন্দ এবং মহিলাকে সাধুবাদ জানালো। ঠিক ০৫:৫০ মিনিটে বাস কন্ডাক্টার ক্যামেরাতে তাকিয়ে সবাইকে এই ভাবে নিজের বাড়ি থেকে, নিজস্ব জায়গা থেকে নিজের মত প্রতিবাদ করার বার্তা দিচ্ছেন যা থেকে স্পষ্ট হয় যে ভিডিওর ব্যাক্তিরা অভিনয়ের মাধ্যমে পর্দার উপর জোর দেওয়ার জন্য সবাইকে প্রতিবাদ করার বার্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 

এই পেজের অন্যান্য বেশ কয়েকটি ভিডিওতে কন্ডাক্টার চরিত্রে অভিনয় করার ব্যাক্তিকে অন্য চরিত্রে এবং মহিলাকে অন্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যা থেকে আরও স্পষ্ট হয় যে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওটি স্ক্রিপ্টেড। 

নিষ্কর্ষঃ  ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল ভিডিওটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। ভাইরাল এই ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড। মুসলিম রীতি মেনে পোশাকের বার্তা ছড়িয়ে দিতে একদল ব্যাক্তি অভিনয় করেছেন মাত্র। 

Avatar

Title:রমজান মাসে বেপর্দা মহিলাকে বাসে উঠতে না দেওয়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *