
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মক্কার মসজিদ আল হারামে তুষারপাতের দৃশ্য। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে মুসলমান ধর্মের তীর্থস্থান মক্কায় অবস্থিত কাবা ঘরকে ঘিরে লোকের সমাগম। পড়তে দেখা যাচ্ছে তুষারপাত।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “পবিত্র নগরী মক্কায় কি ব্যাপক তুষারপাত হচ্ছে 🌨 -এটা কাবা চত্বরের দৃশ্য।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মক্কায় তুষারপাতের দাবি সহ ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, মক্কার পবিত্র মসজিদ কেন্দ্রিক সংবাদমাধ্যম হারামাইন শরীফাইন-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভাইরাল ভিডিও কেন্দ্রিক একটি টুইট খুঁজে পাওয়া যায়। ১ জানুয়ারি,২০২৩, তারিখের এই টুইটের মাধ্যমে জানানো হয়েছে, “একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে যাতে মক্কার মসজিদ আল হারামে তুষারপাত দেখানো হয়েছে তা ভুয়ো, জাতীয় আবহাওয়া কেন্দ্র রবিবার এক বিবৃতিতে জানিয়েছে।“
সৌদি আরবের মুখ্যধারার সংবাদমাধ্যম ’Saudi Gazette’-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও ভাইরাল এই ভিডিওর একটি দৃশ্য টুইট করে মক্কায় তুষারপাতের দাবিটিকে মিথ্যা বলে জানিয়েছে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির অফিসিয়াল মুখপাত্র স্পষ্ট করেছেন যে গ্র্যান্ড মসজিদে তুষারপাতের ভিডিওটি ভুয়ো এবং ডিজিটালি সম্পাদিত।

আরও পড়ুনঃ খালিজ টাইমস প্রতিবেদন, এখানে
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওটি ডিজিটালি সম্পাদিত। মক্কায় তুষারপাতের দাবিটি মিথ্যে। নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। মক্কায় তুষারপাতের দাবি সহ ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।

Title:মক্কার মসজিদ আল হারামে তুষারপাতের দৃশ্য ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Altered