সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক ক্রিকেটার তারকা বিরাট কোহলি ও তামিম ইকবালের একটি কথোপকথনের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে আরসিবির হয়ে খেলার জন্য তামিমকে ১৩ কোটি টাকার অফার দিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং সেই অফার গ্রহন করে ব্যাঙ্গালোরের হয়ে খেলতে রাজী হয়েছেন তামিম। ভিডিওতে তামিম ইকবাল ও বিরাট কোহলি নিজেদের পরিবারের, দেশের অবস্থার সম্পর্কে ও ক্রিকেট সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”Hi everyone! লাইভে তামিমকে সরাসরি কোহলির অফার! ১৩ কোটিতে রাজি খান সাহেব, খেলবেন ব্যাঙ্গালোর হয়ে।“

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভিডিওর দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে।

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

প্রথমত বলে রাখা ভালো যে আইপিএল-এ খেলার জন্য খেলোয়াড়দের যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়। প্রতিটি খেলোয়াড় বিডিংয়ের জন্য একটি এন্ট্রি পয়েন্ট হিসাবে তাদের নিজস্ব ভিত্তি মূল্য সেট করে। তারপর ফ্র্যাঞ্চাইজি দলগুলি নিলামের মাধ্যমে পছন্দের খেলোয়াড়কে নির্বাচন করে। সাধারণত এক ক্রিকেটার ওপর ক্রিকেটারকে তার দলের হয়ে বা অন্য দলের হয়ে খেলার জন্য নিজেরা কোন টাকা অফার করেনা। সুতরাং, প্রথম পর্যালোচনা থেকেই অনুমান হয় যে তামিমকে আইপিএল খেলার জন্য টাকা অফার করার দাবিটি বিভ্রান্তিকর।

তাছাড়া, যখন কোন প্লেয়ার আইপিএলে খেলার জন্য মনোনীত হয় তখন তা প্রায় সব সংবাদমাধ্যমে জায়গা পেয়ে থাকে। তামিম ইকবালের আইপিএল খেলা নিয়ে সংবাদমাধ্যমগুলোতে কোন লেখা না পাওয়া থেকে নিশ্চিত হওয়া যায় যে তামিম ইকবাল ২০২৪ সালের আইপিএল খেলছেন না।

তিন বাংলাদেশি ফাস্ট বোলার- মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের সাথে তাসকিন আহমেদ – ২০২৪ আইপিএল খেলার জন্য নিলামিতে জায়গা পেয়েছিল। ২০২৪ আইপিএলে একজন বাংলাদেশি খেলবেন এবং তিনি হলেন মুস্তাফিজুর রহমান।

ফেসবুক পোস্টের ভিডিওর আসল উৎস ও তারা কি সম্বন্ধে কথা বলছিলেন তা উদ্ধার করতে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই ‘তামিম ইকবালে’র অফিসিয়াল চ্যানেলে তাদের কথোপকথনের দীর্ঘ সংস্করণটি পেয়ে যায়। ভিডিওটি ২০২০ সালের ২৮ মে তারিখে আপলোড করা হয়েছে অর্থাৎ ভিডিওটি কোভিড-১৯ এর সময়কালের। ভিডিওর কোথাও তামিম ইকবালকে আইপিএলে খেলার জন্য বিরাট কোহলিকে কোন টাকা অফার করার মত কোন কোথাই শূনতে পাওয়া যায়না।

নিষ্কর্ষঃ ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল ভিডিওটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। তামিম ইকবালকে আইপিএলে খেলার জন্য কোনও টাকা অফার করেনি বিরাট কোহলি।

Avatar

Title:তামিম ইকবালকে আইপিএলে খেলার জন্য কোনও টাকা অফার করেনি বিরাট কোহলি। ভাইরাল ভিডিওর সম্পর্কে জানুন

Fact Check By: Nasim Akhtar

Result: False