ইরানি এমপিদের ২০১৮ সালে আমেরিকার পতাকা পোড়ানোর ভিডিও সাম্প্রতিক বলে শেয়ার 

International Missing Context

ইরান ইজরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইরানের সংসদের ভেতরে কয়েকজন সাংসদ সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াচ্ছেন। এই ভিডিওটি ইরান ও ইজরায়েলের চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সঙ্গে যুক্ত করে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই ঘটনাক্রমের প্রতিক্রিয়াতেই ইরানি সংসদে আমেরিকার পতাকা পোড়ানো হয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কতটা ক্ষোভ ও ঘৃণা জন্মালে এমন হয় ?ধন্যবাদ ইরান✊🫡 ইরানের পার্লামেন্টে আমেরিকার পতাকা পুড়িয়ে তাদেরও কবর রচনা হবার ঘোষনা দেন ইরানের সংসদ সদস্যরা।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৮ সালের। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ভিডিওকে ঘিরে ‘FRANCE 24 English’-এর  সংবাদ উপস্থাপন উপস্থাপন পাওয়া যায় যা ৯ মে, ২০১৮, সালের আপলোড করা হয়েছে এবং জানানো হয়েছে পারমাণবিক চুক্তি নিয়ে প্রতিবাদ জানাতে ইরানের সংসদে আমেরিকার পতাকা পোড়ানো হয়েছিল।

ইন্ডিপেনডেন্ট ওয়েবসাইটের ৯ মে ২০১৮ সালের প্রতিবেদনে অনুযায়ী, ইরানের সংসদ সদস্যরা আমেরিকার পতাকা পুড়িয়ে “আমেরিকা নিপাত যাক” স্লোগান দিয়েছিলেন। এই ঘটনা ঘটে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-আমেরিকা পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনেন এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেন।  

এই চুক্তি ২০১৫ সালে ইরান ও ৬টি দেশের মধ্যে হয়েছিল (আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি)। এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখা এবং তার বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু ট্রাম্প এই চুক্তিকে আমেরিকার জন্য খারাপ ও একপাক্ষিক বলে চুক্তি ভেঙে দেন। 

এই ঘটনার সময় ইরানের সংসদে মার্কিন পতাকা এবং পারমাণবিক চুক্তির একটি প্রতীকী কপি পোড়ানো হয়। সংসদ সদস্যরা “আমেরিকার মৃত্যু হোক” স্লোগানও দেন। সেই পুরনো ভিডিওটিকেই এখনকার ঘটনার সঙ্গে মিশিয়ে ভুলভাবে ছড়ানো হচ্ছে যা একেবারেই বিভ্রান্তিকর।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার প্রতিবাদে ইরানি এমপিদের আমেরিকার পতাকা পোড়ানোর পুরনো ভিডিও এখনকার পরিস্থিতির সঙ্গে মিশিয়ে ভুলভাবে ছড়ানো হচ্ছে।

Avatar

Title:ইরানি এমপিদের ২০১৮ সালে আমেরিকার পতাকা পোড়ানোর ভিডিও সাম্প্রতিক বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *