
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ম্যুরালের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি নরেন্দ্র মোদি কর্তৃক বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে উদ্বোধন করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের দিল্লী’তে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুজনের একটি মোরাল বানানো হয়, গতকাল বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সেটা উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। বিনম্র শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমৃত্যু জয় বাংলা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ছবিটি এআই নির্মিত।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ম্যুরালের নীচে হিন্দিতে থাকা নামে শেখ মুজিবুর রহমানের বানানে ‘শীখ মুহমর রহমান’ লেখা হয়েছে যা অশুদ্ধ বানান। এই থেকে প্রাথমিক ভাবেই ভাইরাল এই দাবিটিকে নিয়ে মনে সংশয় হয়।

তারপর, আমরা এই বিষয়ে বিষদে জানতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক এই ম্যুরাল উদ্বোধন করা নিয়ে কোন সংবাদ প্রতিবেদন পাইনা। এই রকম মরাল যদি উদ্বোধন করা হয়ে থাকতো তাহলে তা নিশ্চয় সংবাদ প্রতিবেদনে প্রকাশ পেত। কিন্তু গণমাধ্যমে এই খবরের অনুপস্থিতি থেকে আরও নিশ্চিত হয় যে দাবিটি ভুয়া।
তাছাড়া, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় ১৫ ডিসেম্বর তারিখে নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরে তিন দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। অর্থাৎ, ১৬ তারিখে মোদী দেশেই ছিলেন না যা থেকে আরও স্পষ্ট হয় যে ভাইরাল এই দাবি বিভ্রান্তিকর।
ভাইরাল এই ছবিটিকে আমরা এআই কন্টেন্ট শনাক্তকরণ টুলের মাধ্যমে যাচাই করি। টুলগুলো নিশ্চিত করে ভাইরাল এই ছবি এআই নির্মিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধন্তে উপনীত হয়েছে যে, নরেন্দ্র মোদি কর্তৃক বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে একটি ম্যুরাল উদ্বোধন করার ভাইরাল এই ছবিটি এআই নির্মিত।
Title:বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে? জানুন ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Altered

