ভারতীয় ইউটিউবারের পরিকল্পিত বিনোদনমূলক ভিডিওকে মনগড়া দাবির সাথে শেয়ার 

Communal False

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যেখানে এক মাথা বিহীন তরুণীকে রেল লাইনে পড়ে থাকেত এবং তাকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশে হিন্দু তরুণীকে ধর্ষণ করে চলন্ত ট্রেনের নীচে ফেলে গেছে জামাত ছাত্র শিবির কর্মীরা। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লাখ হয়েছে,” #বাংলাদেশের জামাত ছাত্রশিবির কর্মীরা ধর্ষণ শেষে তরুণীকে চলন্ত ট্রেনের নিচে রেখে গেছে সারা বাংলাদেশে চলছে শিশু থেকে বৃদ্ধ ও মধ্য বয়সের তরুণীদেরও নেই নিরাপত্তা ব্যবস্থা।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। বিনোদনমূলক ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ছড়ানো হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের বেশ কয়েকটি ভিডিও ‘JS HAUNTED VLOGS’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। 

চ্যানেলের অন্যান্য ভিডিওতে মাথাবিহীন অবয়বটিকে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। এই অদ্ভুত অবয়বটি যেন কোনো বিশেষ চরিত্র বা থিমের অংশ, যা প্রতিটি ভিডিওতে নতুন নতুন ভঙ্গিতে উপস্থাপিত হচ্ছে। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যায়, প্রায় প্রতিটি ভিডিওতেই এই মাথাবিহীন অবয়বটিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কনটেন্ট তৈরি করা হয়েছে। এমনকি, কিছু ভিডিওতে তার অঙ্গভঙ্গি বা অবস্থানও কোনো বিশেষ বার্তা বা হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি করতে সহায়তা করে। চ্যানেলের বর্ণনায় স্পষ্টভাবে লেখা রয়েছে যে, এই চ্যানেলটি মূলত বিনোদনমূলক ভিডিও প্রকাশ করে যা দর্শকদের হাসাতে এবং মজা দিতে উদ্দেশ্যপ্রণোদিত। 

উপরোক্ত তথ্য থেকে প্রমানিত হয় যে, ভিডিওটি বাংলাদেশের নয় এবং হিন্দু তরুণীকে ধর্ষণ করে চলন্ত রেললাইনে ফেলে দেওয়ার দাবিটি ভিত্তিহীন। এটি এক ভারতীয় ইউটিউবারের একটি পরিকল্পিত বিনোদনমূলক ভিডিও।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশের জামাত শিবির কর্মীদের দ্বারা হিন্দু তরুণীকে ধর্ষণ করে চলন্ত রেললাইনে ফেলে দেওয়ার দাবিটি ভিত্তিহীন। ভিডিওটি পরিকল্পিত বিনোদনমূলক ভিডিও। 

Avatar

Title:ভারতীয় ইউটিউবারের পরিকল্পিত বিনোদনমূলক ভিডিওকে মনগড়া দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *