না, ধর্মীয় কারণে সাধারণ মানুষ সোলার প্যানেল ভাঙছেন না

False International

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে কিছু পুরুষ ও মহিলা সোলার প্যানেল ভাঙচুর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙ্গে ফেলছে সাধারণ মানুষ। 

তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, দাবিটি ভুয়া। ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত একটি সোলার প্ল্যান্টে কর্মরত শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা সোলার প্যানেলগুলো ভাঙচুর করেছিলেন। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিছু ফ্রেম গুগলে রিভার্স ইমেজ সার্চ করা করি। এর ফলস্বরূপ, ভারতীয় ‘GoNewsIndia’ নামের এক্স (টুইটার) প্রোফাইলে একটি সংবাদ পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে করা হয়েছিল, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে,”চালিসগাঁওয়ে একটি সোলার প্ল্যান্টের কর্মীরা বেতন না পাওয়ার প্রতিবাদে সোলার প্যানেল ভাঙচুর করেন।“ 

সংবাদ উপস্থাপকও একই জানাচ্ছেন। 

https://twitter.com/GoNews_India/status/966213758308769793

পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশকারি একটি ওয়েবসাইট Climate Samurai-এর ইউটিউব চানেলে এই ভিডিওটি ১৫ ফেব্রুয়ারি,২০১৮ তারিখে আপলোড করা হয়েছে এবং সিরনামে লেখা হয়েছে,” মহারাষ্ট্রের ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্টে বেতন না দেওয়ার কারণে সোলার মডিউলগুলো ধ্বংস করা হয়েছে।“

অন্য ভারতীয় সংবাদ প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০১৮ সালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের চালিসগাওয়ে সোলার প্লান্টে কর্মরত শ্রমিকদের বেতন না দেওয়ায় কর্মীদের দ্বারা সোলার প্যানেলগুলো ভাঙ্গার ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:না, ধর্মীয় কারণে সাধারণ মানুষ সোলার প্যানেল ভাঙছেন না

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *