
পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর এখন নিত্য দিনের খবর হয়ে দাঁড়িয়েছে।এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ভারতের মসজিদে আগুন দাবি করে শেয়ার করা হয়েছে। ১৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে একটি মসজিদের ছাদে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
ফেসবুক ইউজার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” ইন্না-লিল্লাহ, ভারতে মসজিদে আগুন!😭😭 আল্লাহর ঘর মসজিদে আগুন ; আল্লাহ ভারতের মুসলমানদের উপর তোমার রহমত করুন।🤲📖🕋🕌।“
তথ্য যাচাইয়ের আমরা পেয়েছি ভিডিওটি ভারতের মসজিদের নয় বরং ইন্দোনেশিয়ার মসজিদের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওর দৃশ্য সাথে মিলিত এরকম একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। Abd Karim Ahmad নামের এই ব্যক্তির প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী তিনি ইন্দোনেশিয়া বাসী। ৮ ডিসেম্বরের এই পোস্টের ক্যাপশনে মাধ্যমে ভয়াবহ এই আগুনের ঘটনাটি ঘটেছে লুউক বাংগাই শহরের সেন্ট্রাল মার্কেটে। যার ফলে সংস্পর্শে থাকা আল ইখসান মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইন্দোনেশিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Tolitoli News’-এর ফেসবুক পেজ থেকেও এই আগুন দুর্ঘটনার দৃশ্যকে ইন্দোনেশিয়ার বাংগাই এর লুউক সেন্ট্রাল মার্কেটের বলে জানানো হয়।
তাছাড়া, ‘পালু ত্রিবিউন’ নামের ইন্দোনেশিয়ার সংবাদ প্রতিবেদন প্রতিবেদন অনুযায়ী, ৮ ডিসেম্বর, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসির বাংগাই রিজেন্সির লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আল-ইখসান মসজিদ এবং আশপাশের দোকানগুলো ধ্বংস হয়। আগুনের সূত্রপাত হয় মসজিদের পাশের একটি ব্যবসায়ীর স্টল থেকে।
প্রতিবেদন | আর্কাইভ |
গুগল ম্যাপ্সও নিশ্চিত করে ভিডিওর এই মসজিদ ইন্দোনেশিয়ার।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাহদ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে ভারতের মসজিদে আগুনের নামে শেয়ার করা এই ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার।

Title:ভারতে মসজিদের অগ্নিকাণ্ড বলে ভাইরাল ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context