চার দিনের যুদ্ধবিরতির অধীনে অদলবদলের প্রথম পর্যায়ে ইজরায়েল ৩৯ জন ফিলিস্তিনিকে ( ২৪ জন মহিলা এবং ১৫ জন নাবালক) কারাগার থেকে মুক্ত এবং হামাস ২৪ জন ইজরায়েলিকে যাদের গাজায় কয়েক সপ্তাহ ধরে বন্দী রাখা হয়েছিল, মুক্ত করেছে. যা উভয় পক্ষকে স্বস্তির একটি ছোট ঝলক দিয়েছে। এই প্রসঙ্গে একটি শিশুর ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীর ছবি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ইসরায়েলী কারাগার থেকে মুক্তি পাওয়া পরী।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ছবির মেয়েটির নাম আইলুল যার বয়স ৫ বছর। তার মা ফাতিমা শাহীনকে ওয়েস্ট ব্যাঙ্কের বেথলেহেম শহর থেকে ইসরায়েল ডিফেন্সে ফোর্স কর্তৃক গ্রেফতার করা হয়েছিল। আইলুল, তার মা ফাতিমা শাহীন এর মুক্তির অপেক্ষা করছিল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

ভাইরাল এই ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আমরা প্রথমে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘Reem Al-Harmi ريم الحرمي’ নামের টুইটার প্রোফাইলে ছবিটির উল্লেখ পাওয়া যায়। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”৩৩ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী ফাতিমা শাহীনের একমাত্র মেয়ে, আজ রাতে তার মায়ের মুক্তির অপেক্ষায়।’” ফাতিমাকে গুলি করার পর আইডিএফ গ্রেপ্তার করেছিল। ফলস্বরূপ তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। যার ফলে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হয়েছিল। তার আঘাতের কারণে তার কিডনি এবং যকৃতের ৫০% সরানো হয়েছে।“

সংবাদমাধ্যম ‘Radiancenews’-এর প্রতিবেদনেও মেয়েটিকে আইলুল বলে চিহ্নিত করা হয়েছে। ছবিটির বর্ণনাস্বরুপ লেখা হয়েছে,”ইসরায়েলী বাহিনীর গুলিতে পঙ্গু হয়ে যাওয়া ফাতিমা শাহীনের মেয়ে আইলুল, তার মায়ের মুক্তির অপেক্ষায়।“

ফেসবুক পোস্টের মেয়েটিকে ঘিরে খালিজ টাইমস-এর প্রতিবেদনে লেখা হয়েছে,” ইসরায়েলী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফাতিমা শাহীনের মেয়ে আইলুল তার মায়ের গালে আলতো করে আদর করছে।“

ফাতিমা শাহীনকে চলতি বছরের ১৭ এপ্রিল তারিখে ওয়েস্ট বেথলেহেম শহরে ইসরায়েলি বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ করে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। যুদ্ধ বিরতির প্রথম পর্যায়ের বন্দী আদান প্রদানের এই চুক্তিতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়া ৩৯ জনের মধ্যে ফাতিমা শাহীনও একজন।

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী ফাতিমা শাহীনকে স্বাগত জানাতে তার বন্ধুবান্ধব এবং আত্মীয়রা ওয়েস্ট ব্যাঙ্কের বেথলেহেমের আল-দুহেইশে শরণার্থী শিবিরে পৌঁছেছিল। নীচে সেই ভিডিওটি দেখুন। ২ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিও উপস্থানের ২ মিনিট ৩ সেকেন্ডে ফেসবুক পোস্টের ভাইরাল মেয়েটিকে দেখা যাবে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবির মেয়েটির নাম আইলুল যার বয়স ৫ বছর। শিশুটি ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া কোন বন্দী নয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া তার মা, ফাতিমা শাহীন,-এর মুক্তির অপেক্ষা করছিল।

Avatar

Title:ইসরায়েলী কারাগার থেকে মায়ের মুক্তির অপেক্ষারত ছোট্ট মেয়ের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False