সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন একজন ভারতীয় কর্মকর্তা। ভাইরাল এই ছবিতে শেখ হাসিনাকে এক বদ্ধ ঘরে কয়েকজন ব্যাক্তির সাথে বসে থাকতে দেখা যাচ্ছে যাদের মধ্যে বেশির ভাগ লোকই সেনার পোশাক পরে রয়েছেন।

এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ভাবা যায়, একজন প্রধানমন্ত্রী তার দেশের তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করছে সেই বৈঠকে ভারতের র এর কর্মকর্তাও রয়েছে,,,,cp।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ফেসবুক পোস্টের ছবিতে মার্ক করা ব্যাক্তি কোন ভারতীয় কর্মকর্তা নয় বরং নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ছবিটি ‘আওয়ামী লীগ’-এর অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যায়। ২১ জুলাইয়ে করা এই পোস্টে মোট তিনটি ছবি রয়েছে যার মধ্যে তৃতীয় ছবিটি ভাইরাল এই ফেসবুক পোস্টের অংশ। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২১ জুলাই ২০২৪) প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।“

ফেসবুক পোস্ট আর্কাইভ

ছবিতে প্রধানমন্ত্রীর সামনে বসে থাকা সাত জনের মধ্যে পাঁচ জনের পরনেই সেনার পোশাক রয়েছে। যা থেকে ধারনা হয় যে, বাকিদের একজন নিরাপত্তা উপদেষ্টা ও অন্যজন মন্ত্রীপরিষদ সচিব।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার তালিকাটি খুঁজে বের করি। মোট ছয় জন রয়েছে এই তালিকায়। যার মধ্যে একজন তারিক আহমেদ সিদ্দিক।

প্রতিবেদন আর্কাইভ

উপরোক্ত ছবিতে তারিক আহমেদ সিদ্দিক-এর ছবিটি পোস্টে মার্ক করা ব্যাক্তির সাথে অনেকটা মিলে যাচ্ছে। এই তথ্যকে মাথায় রেখে নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের অন্যান্য ছবি এবং পোস্টের ছবিকে তুলনা করে নিশ্চিত হয় যে লাল রঙের সার্কেল মার্ক করা ব্যাক্তি ভারতীয় আধিকারিক নয় বরং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ।

ndc.gov.bd

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার নিজের এক্স প্রোফাইল থেকে দুজনের একটি ছবি পোস্ট করেছিলেন।

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সেনা প্রধানদের সাথে বৈঠকে ভারতীয় ব্যাক্তির উপস্থিতি দাবি করে মার্ক করা ব্যাক্তিটি আসলে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ।

Avatar

Title:মার্ক করা ব্যাক্তিটি ভারতীয় আধিকারিক নয় বরং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ

Fact Check By: Nasim Akhtar

Result: False