
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে পশ্চিম সৌদি আরবের শহর মদিনার রাস্তা বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, দুধারে সুসজ্জিত গাছের মাঝ দিয়ে একটি পিচ ঢালায় রাস্তা। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আলহামদুলিল্লাহ এটাই প্রিয় নবীর দেশ মদিনা শরীফে রাস্তা Acquire Knowledge।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালিতে অবস্থিত বিখ্যাত টুরিস্ট স্পটের ছবিকে মদিনার রাস্তা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।


তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ‘campermanaustralia’ নামের একটি ওয়েবসাইটে এর অনুসন্ধান পাই। জানতে পারি ছবিটি বারোসা উপত্যকার বিখ্যাত ওয়াইনারি সেপেল্টসফিল্ড রেস্তোরার।

এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, সেপেল্টসফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটের গ্যালারিতেও এই একই রকম ছবি খুঁজে পাই। দুধারে পাম গাছের আবরনে আবৃত এই রাস্তা প্রায় ৫কিমি যা গ্রেট ডিপ্রেশনের সময় সেপেল্টসফিল্ডের কর্মীরা রোপণ করেছিল।

অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাওয়া আরেকটি ছবি।

এই রাস্তার অন্যান্য ছবি গুলো দেখতে ক্লিক করুন এখানে এখানে , এখানে।
ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে একটি ভ্লগ ভিডিও খুঁজে। ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে, “দক্ষিণ অস্ট্রেলিয়া – বিস্ময়ের রাজ্য – সেপেল্টসফিল্ড।“
গুগল ম্যাপসে এর অবস্থান খুঁজে পাই যা আরও নিশ্চিত করে রাস্তাটি মদিনাতে নয়, অস্ট্রেলিয়াতে অবস্থিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালিতে অবস্থিত বিখ্যাত টুরিস্ট স্পটের ছবিকে মদিনার রাস্তা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:অস্ট্রেলিয়ার বিখ্যাত টুরিস্ট স্পটের রাস্তার ছবিকে মদিনা শরীফের রাস্তা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False