
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে সাক্ষাৎ চলাকালীন ঘুমিয়ে পড়েন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ২২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বেনেত ইংরেজি ভাষায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিষয়ে কথা বলেছেন এবং বাইডেন মুখে মাস্ক পরে একটি চেয়ারে বসে রয়েছেন।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ঘুমিয়ে নিচ্ছে বাইডেন 🙄 ইজরায়েল প্রধানমন্ত্রী নাফটালি বেনেট গাজা ও ISIS সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছে 🤔 মরাল অব দ্যা ইস্টোরি: 2011 তে পশ্চিমবঙ্গের নির্বাচন আর এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন দুইখান ই ঐতিহাসিক ভুল। 😎”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি জো বাইডেন।
প্রসঙ্গত, ফিলিস্তিন সাথে বিবাদের জন্য বাংলাদেশের জনগণ বার বার ইসরায়েলের সাথে ক্ষোভ উগড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এর আগেও এজাতীয় অনেক পোস্ট এবং ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছে। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে আসল সত্য খুঁজে বের করেছে। পড়ুন এখানে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে কিওয়ার্ড সার্চ করে জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারের সম্পূর্ণ ভিডিও খুঁজে বের করি। যুক্তরাষ্ট্রে রাস্ত্রপ্রতির দাপ্তরিক ভবন ‘দ্যা হোয়াইট হাউস’-এর ইউটিউব চ্যানেল থেকে ২৮ অগস্ট এই ভিডিওটি শেয়ার করা হয়। ১৩ মিনিট ৮ সেকেন্ডের এই ভিডিওর ১২ মিনিট ১৭ সেকেন্ড থেকে ১২ মিনিট ৩৯ সেকেন্ডের সময়টুকু ভাইরাল করা হয়েছে। আসল ভিডিওতে দেখা যায় ১২ মিনিট ৫১ সেকেন্ডে বাইডেন মাথা উঠিয়ে উত্তরে দেন। তিনি বলেন, “ধন্যবাদ। যে কৃতিত্ব আমাকে দিচ্ছেন আসলে তা বারাক ওবামার প্রাপ্য।“
ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজেও এই একই ভিডিও দেখতে পাওয়া যায়। ২৮ অগস্ট শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেত আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন এবং কাবুলে নিহত মার্কিনদের জন্য দুঃখ প্রকাশ করেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি জো বাইডেন।

Title:না, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি জো বাইডেন
Fact Check By: Rahul AResult: False