
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বল্প সময়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার পাওয়ার জন্য গিনেস বুকে জায়গা পেলেন মিজানুর রহমান আজহারি। পোস্টটিতে মাওলানা মিজানুর রহমানের ছবি দেওয়া রয়েছে এবং এর ক্যাপশনে লেখা রয়েছে,
“গিনেস বুকে নাম লেখালেন মওলানা মিজানুর রহমান আজহারী। মাত্র চার দিনে ৫ লাখ ৭৫ হাজার সাবস্ক্রাইবার। মাত্র একটি ইনটু ভিডিও দিয়ে ১৪ লাখেরও বেশি ভিউ। এটি ইউটিউব ইতিহাসে সর্বোচ্চ স্বল্প সময়ে সাবস্ক্রাইব ভিউ। *আল্লাহ যাকে চান সম্মানিত করেন। যাকে চান অপদস্ত করেন।* সমস্ত মুসলিম উম্মতের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো ♥️”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বিশ্ব রেকর্ড করেননি মিজানুর রহমান।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমেই আমরা কিওয়ার্ড সার্চ করি। সার্চের ফলাফলে কোনও তথ্য পাওয়া যায় না। এরপর, গিনেস বিশ্ব রেকর্ডের ওয়েবসাইটে খোঁজাখুঁজি করার পরও রি বিষয়ে কোনও তথ্য পাওয়া যায় না। অর্থাৎ, www.guinnessworldrecords.com কতৃপক্ষ এই বিষয়ে কোনোরকম বিজ্ঞপ্তি বা তথ্য প্রকাশ করেনি।
অন্যদিকে, তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পাই, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের দাবিটিও ভুয়ো। মাওলানা মিজানুর রহমান আজহারির সম্প্রতি খোলা ইউটিউব চ্যানেলের থেকেও বেশি গতিতে সাবস্ক্রাইবার বেড়েছে Marília Mendonça নামে একজন ব্রাজিলিয়ান গায়িকার। ইউটিউবের ডাটা মনিটর করে এমন একটি ওয়েবসাইট fandom.com অনুযায়ী, ২০২০ সালের এই ব্রাজিলিয়ান গায়িকার ইউটিউব চ্যানেলে একদিনে ১৮ লাখ ইউজার সাবস্ক্রাইব করে।

অন্যদিকে, মিজানুর রহমান আজহারি গত ১৬ ডিসেম্বর তার ইউটিউব চ্যানেল খোলার পর আজ ২৮ ডিসেম্বর রাতে ১১টায় সাস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে ৮ লাখ ৪৪ হাজার। অর্থাৎ, ১২ দিনে এই সাবস্ক্রাইবার সংখ্যা এসেছে। আর একদিনে সর্বোচ্চ ভিউ-এর দিক থেকে গিনেজ রেকর্ড হচ্ছে কোরিয়ান একটি গানের। গানটি গত ২০ আগস্ট একদিনে ১০ কোটিবার ভিউ হয়েছিলো।
গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইট এই রেকর্ডের কথা উল্লেখ করা রয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল কোনোরকম বিশ্বরেকর্ড করেনি।

Title:না, ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য গিনেস বিশ্ব রেকর্ড গড়েননি মিজানুর রহমান আজহারি
Fact Check By: Rahul AResult: False