বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় লাভ করে পঞ্চমবারের মত সরকার গঠন করতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করা সত্ত্বেও ভোট গ্রহনের প্রক্রিয়া রুখে দাড়াইনি। বাকি ৬৫ আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী এবং ১১টি আসনে জয়লাভ করেছে জাতীয় পার্টি। ফলাফল প্রকাশের পর থেকেই ভোট পরবর্তী সন্ত্রাসের নামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে সেটিকে ঢাকা শহরে অগ্নিসংযোগ ঘটানোর দাবি করে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে,একদল মানুষ রাস্তার পাশে থাকা রিক্সা, অটো জাতীয় গাড়িতে আগুন লাগাচ্ছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে পড়ে আছে আগুনের গোলা। হাতে ব্যানার ও মশাল হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে একদল মানুষ। ভিডিওর উপরে লেখা রয়েছে,” ঢাকাবাসী কেউ ঘর থেকে বের হবেন না ঢাকার অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি খারাপ!!” এবং ক্যাপশনে লেখা হয়েছে,” ০৬/০১/২০২৪ শনিবার ঢাকাবাসী কেউ ঘর থেকে বের হবেন না ঢাকার অবস্থা খুবই ভয়াবহ-পরিস্থিতি খারাপ!”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। সিলেটের সুবিদবাজার এলাকায় বিএনপি সমর্থকদের দ্বারা বিক্ষোভ প্রদর্শনের পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওর সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওর দুটি দৃশ্য সম্বলিত ‘সিলেট মিরোর’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৬ নভেম্বর,২০২৩, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, অগ্নিসংযোগ ঘটানোর ঘটেছিল সিলেট নগরের সুবিদবাজার এলাকায়। বিএনপি সমর্থকরা অবরোধের সমর্থনে মশালমিছিলের ডাক দিয়েছিল। সন্ধ্যা নাগাদ এই মিছিল হিংসাত্মক রুপ ধারণ করেছিল।

প্রতিবেদন আর্কাইভ

‘Voice of Golapganj’-নামের ফেসবুক পেজ থেকে ভাইরাল এই ভিডিওটি ২৭ নভেম্বর তারিখে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ঘটনাটিকে সিলেটের বলে জানানো হয়েছে।

প্রথম আলো’র ভিডিও উপস্থাপনেও ঘটনাটিকে সিলেটের বলে জানিয়েছেন। অবরোধের সমর্থনে মশালমিছিল ডাকা হয়েছিল ও যানবাহন ভাঙচুর করার ঘটনা ঘটেছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি ও হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল করেছিল বিএনপির নেতাকর্মীরা।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, গাড়ি ভাংচুরের ঘটনাটি ঢাকা নয় বরং সিলেটে ঘটেছিলো। তাছাড়া, ভিডিওটি যে সম্প্রতির সেই দাবিটিও মিথ্যা।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। সিলেটের সুবিদবাজার এলাকায় বিএনপি সমর্থকদের দ্বারা বিক্ষোভ প্রদর্শনের পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও সংসদ নির্বাচনের আবহে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False