১৯ নভেম্বর তারিখে সংগঠিত আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারতকে হারিয়ে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এই টুর্নামেন্টে প্রত্যেক দল নয়টি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ নয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করে যা সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। দলের এরকম খারাপ প্রদর্শনে বাংলাদেশি ক্রিকেট প্রেমিরা তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। ক্রিকেট বিশ্বকাপের আবহে সাকিব আল হাসানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ চর্চায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিশ্বকাপে খারাপ প্রদর্শনের পর বাংলাদেশ ফেরার পরে ভক্তদের হাতে আক্রান্ত হল সাকিব। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাকিবকে ঘিরে রয়েছে বিশাল একটি ভিড় এবং সেই ভিড় তাকে রীতিমতো তার জামা টানাটানি করছে এমনকি তাড়া করছে। দেহরক্ষীরা সাকিবকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাকিবকে লক্ষ্য করে ভিড়ের লোকদের মুখে শোনা যাচ্ছে ধর ওকে, মার ওকে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” #বাংলাদেশ _বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা যখন থেকে পাকিস্থানকে সমর্থন করতে শুরু করে ঠিক তখন থেকে তাদের স্বভাব আচরণ অসভ্যের মতো হয়ে যাচ্ছে। ক্রিকেটের সংস্কৃতি ও তার সৌজন্যতাবোধ সব এদেশে এসেই যেনো শেষ হয়! শাকিবউল হাসানের উপর এই দৈহিক আক্রমণ তার জ্বলন্ত উদাহরণ। #Bangladesh #ShakibAlHasan #cricketworldcup2023 #cricketlover #highlights Tripura news info।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে ক্ষুব্ধ বাংলাদেশী প্রবাসীদের মুখে পড়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওতে ভাসমান সংবাদমাধ্যম ‘সময় টিভি’র ওয়াটারমার্ক এবং সাকিব আল হাসানকে ধস্তাধস্তির কথা মাথায় রেখে ভিডিওর আসল উৎস বের করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ‘সময় টিভি’র একটি ভিডিও উপস্থাপন পেয়ে যায় যেখানে সাকবিকে একই পরিধানে এবং অনেকটা একইরকম পরিবেশের মাঝে দেখা যাচ্ছে। ১৬ মার্চ,২০২৩, তারিখে আপলোড করা এই উপস্থাপন অনুযায়ী, ভিডিওটি ক্রিকেট তারকা সাকিব কর্তৃক দুবাইয়ে ‘আরভ জুয়েলার্স’ উদ্বোধন করার সময়ের। স্বর্ণের এই দোকানটির মালিকের নাম রবিউল ইসলাম ওরফে আরভ খান যিনি একজন পুলিশ কর্মীর হত্যা মামলার আসামি।

‘বায়ান্ন টিভি’র ভিডিও উপস্থাপনেও ভিডিওটিকে দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধন করতে গিয়ে প্রবাসীদের ক্ষোভের মাঝে পড়ার বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

বিশ্বকাপ টুর্নামেন্ট শেষে বাংলাদেশ ফেরার পর সাকিব আল হাসানের সাথে দুর্ব্যবহার করার কোন খবর পাওয়া যায়নি।

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি পুরনো, আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সাথে কনভাবেই সম্পর্কিত নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে ক্ষুব্ধ বাংলাদেশী প্রবাসীদের মুখে পড়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:বিশ্বকাপে খারাপ প্রদর্শনের জন্য বাংলাদেশ ক্রিকেট ভক্তদের হাতে আক্রান্ত হল সাকিব ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: Missing Context